কলাপাড়ায় মুখোশধারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০১:২২ এএম, ২৯ ডিসেম্বর ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত মুখোশধারীর ছুরিকাঘাতে মো. বশির (২৫) হাওলাদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোড় গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বশির বেতমোর গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।

নিহতের স্ত্রী শিরিন জানান, সন্ধ্যায় তিনি একা ঘরে ছিলেন। এসময় মুখোশ পরা এক দুর্বৃত্ত ঘরে প্রবেশ করেন। এর একটু পরেই বশির ঘরে প্রবেশ করেন। তখন অজ্ঞাত দুর্বৃত্ত দৌড়ে বাইরে নামেন। তার পিছু নেন বশির। তখন বশিরের বাম পাজর বরাবর ছুরি দিয়ে সজোরে আঘাত করে দুর্বৃত্ত পালিয়ে যান। বশিরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, নিহত বশিরের মরদেহ থানায় নেওয়া হয়েছে। হত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তার বুকের বাম দিকে ও ডান হাতে ছুরির আঘাতের জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

আসাদুজ্জামান মিরাজ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।