রেস্তোরাঁয় ইয়াবা বিক্রি করছিলেন দুই কারবারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:৪১ এএম, ২৯ ডিসেম্বর ২০২১

নোয়াখালীর সোনাইমুড়ীর একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে মো. খলিল (৫৫) ও অরুণ (৪৩) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ডিবি রোডের মামুন রেস্তোরাঁ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার খলিল কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের বীরতলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। গ্রেফতার অরুণ একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাইমুড়ী-ছাতারপাইয়া সড়কের ডিবি রোডের ওই রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। এ সময় ৩০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়।

পরে সোনাইমুড়ী থানায় মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করলে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক, যোগ করেন সাইফুল ইসলাম।

ইকবাল হোসেন মজনু/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।