১৪৪ ধারা ভঙ্গ করে ফেনীতে বিএনপির বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ফেনীতে ১৪৪ ধারা ভেঙে জনসমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের সড়কে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
একপর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখে পূর্বনির্ধারিত সমাবেশ কর্মসূচি সমাপ্ত করে অবস্থান ত্যাগ করে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বুধবার দুপুরে ফেনী শহরের ওয়াপদা মাঠে সমাবেশের ডাক দেয় জেলা বিএনপি। একই সময় জেলা যুবলীগ সমাবেশের ডাক দিলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জাগো নিউজকে বলেন, সৈরাচারী সরকার মানুষের সব গণতান্ত্রিক অধিকার কেটে নিয়েছে। আমাদের পূর্ব নির্ধারিত জনসভাস্থলে যুবলীগের কর্মসূচি দেওয়া তাদের হীন মানসিকতার বহিঃপ্রকাশ হয়েছে। জনসভা করতে না পেরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে পথসভায় আসার পথে বাধাপ্রাপ্ত নেতা কর্মীরা উপজেলা শহরেও বিক্ষোভ মিছিল করেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জাগো নিউজকে বলেন, শহরের ইসলামপুর রোডস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে তারা পথসভার প্রস্তুতি নিতে চাইলে পুলিশ সরিয়ে দেয়। পরে বিএনপি নেতাকর্মীরা রামপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের দাউদপুর পর্যন্ত গিয়েছে বলে জানতে পারি।
নুর উল্লাহ কায়সার/এসজে/জিকেএস