পানির দাম ৫ টাকা বেশি নিয়ে জরিমানা গুনলেন ২০০০
ব্রাহ্মণবাড়িয়ায় বাণিজ্যমেলায় বোতলজাত পানির দাম বেশি রাখায় দুই দোকানকে জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ ডিসেম্বর) অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ব্রাহ্মণবাড়িয়ায় মাসব্যাপী বাণিজ্যমেলা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জেলা শহরের কাউতুলীতে অবস্থিত নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের আউটারে মেলার উদ্বোধন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, সকাল এক ভোক্তা আমাদের কাছে অভিযোগ করেন বাণিজ্যমেলায় পানির দাম গায়ে লেখা মূল্যের চেয়ে বেশি নেওয়া হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে মেলায় অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। তারা ১৫ টাকার পানির বোতল ২০টা করে রাখছেন। তাই দুই দোকানকে জরিমানা করা হয়। এরমধ্যে ঢাকা দই ফুচকা নামের একটি দোকানকে দুই হাজার ও ক্রাউন ক্যাফে নামের একটি দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস