ঘোড়দৌড়ে তৃতীয় হলেন ৫২ বছরের অন্তর রায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১
নিজের ঘোড়ার সঙ্গে অন্তর রায়

নীলফামারীর ডিমলা উপজেলার আকাশকুড়ি গ্রামে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় হয়েছেন ৫২ বছর বয়সী অন্তর রায়। পুরস্কার হিসেবে পেয়েছেন দুই হাজার টাকা।

প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা আটটি ঘোড়া অংশ নেয়। এতে প্রথম হয় কিশোর বেলাল হোসেনের (১২) ঘোড়া। দ্বিতীয় হয়েছে ১০ বছর বয়সী জিৎ রায়। পুরস্কার হিসেবে তারা যথাক্রমে ১০ হাজার ও সাত হাজার টাকা পেয়েছে।

jagonews24

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় উপভোগ করতে আশপাশের উপজেলার হাজারো নারী-পুরুষ ও শিশুরা ভিড় করেন।

হাতিবান্ধা থেকে আসা মতিউর রহমান বলেন, ঘাড়দৌড় প্রতিযোগিতা দেখে আমার খুবই ভালো লেগেছে। জীবনে এই প্রথম ঘোড়দৌড় দেখলাম।

jagonews24

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাউতারা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আশিক ইমতেয়াজ মোর্শেদ মনি। সভাপতিত্ব করেন সাবেক ইউপি মেম্বার মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত ইউপি মেম্বার ইয়াছিন আলী।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।