টি-শার্টে ছবি-প্রতীক এঁকে বিতরণ, স্বতন্ত্রপ্রার্থীকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১
স্বতন্ত্রপ্রার্থী মো. আবদুল্লাহ খোকন

টি-শার্টে নিজের ছবি ও প্রতীক এঁকে সমর্থকদের মাঝে বিতরণ করায় নোয়াখালীর চাটখিল উপজেলার শাহপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল্লাহ খোকনকে (আনারস) শোকজ করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘টি-শার্টে প্রার্থীর প্রতীক ও ছবি এঁকে বিতরণ করা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি কর্মকর্তাদের নজরে আসায় তাকে ২৪ ঘণ্টার মধ্য জবাব দিতে চিঠি দেওয়া হয়েছে। জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ওই ইউনিয়নের নৌকার প্রতীকের প্রার্থী গোলাম হায়দার কাজল অভিযোগ করে বলেন, ‘শুধু টি-শার্ট বিতরণ নয়। ওই স্বতন্ত্র প্রার্থী ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণসহ নির্বাচনকে প্রভাবিত করার জন্য নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।’

তবে অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল্লাহ খোকন জাগো নিউজকে বলেন, ‘অতি উৎসাহী হয়ে কোনো সমর্থক টি-শার্টে ছবি-প্রতীক আঁকতে পারেন। বিষয়টি লিখিত আকারে কমিশনকে জানানো হবে।’

আগামী ৫ জানুয়ারি শাহপুরসহ নোয়াখালীর চাটখিল উপজেলার সাত ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।