বালিকা পুত্রবধূকে ধর্ষণ, কারাগারে শ্বশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১
অভিযুক্ত ফয়েজ আলী গাজী

সাতক্ষীরার কালিগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ফয়েজ আলী গাজী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার ফয়েজ আলী গাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, ফয়েজ গাজীর ছেলের (১৯) সঙ্গে এক বছর আগে ১৪ বছরের ওই কিশোরীর বাল্যবিয়ে হয়। ৬ ডিসেম্বর বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর ফয়েজ আলী পুত্রবধূকে ধর্ষণ করেন। ওই দিন কিশোরী বিষয়টি তার শাশুড়িসহ স্বামীকে জানায়। তবে পরিবার ও লোকলজ্জার ভয়ে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করে নেন তারা।

১৪ ডিসেম্বর আবারও বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর পুত্রবধূকে ধর্ষণ করেন ফয়েজ আলী। এ ঘটনায় ছেলে বাদী হয়ে বাবার বিরুদ্ধে থানায় মামলা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে ফয়েজ আলীর বিরুদ্ধে তার ছেলে বুধবার সকালে মামলা করেন। এরপর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

আহসানুর রহমান রাজীব/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।