নয় মণের শাপলাপাতা মাছ বিক্রি হলো ৯০ হাজারে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলেদের জালে নয় মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে চেয়ারম্যান ঘাটে মাছটি নিয়ে এলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে ঢাকার ব্যবসায়ীর কাছে এটি ৯০ হাজার টাকায় বিক্রি করা হয়।
হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. আক্তার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাতিয়া উপজেলায় অজ্ঞাত জেলেরা একটি ট্রলারে করে ওই মাছটি চেয়ারম্যান ঘাটে নিয়ে আসে। পরে মেসার্স মাইনিদ্দুন ফিসের মালিক মাইনুদ্দিন ব্যাপারী ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে মাছটির ছবি তুলে পাঠালে ৯০ হাজার টাকায় কিনে নেন ওই ব্যবসায়ী।
ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম