৩৩ বছর ধরে চেয়ারম্যান আ’লীগ নেতা বখতিয়ার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:১২ এএম, ৩০ ডিসেম্বর ২০২১

চতুর্থ ধাপে সাতক্ষীরা শ্যামনগরের নুরনগর ইউনিয়নে আবারো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা বখতিয়ার আহমেদ। এ নিয়ে তিনি অষ্টমবারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন। ৩৩ বছর ধরে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে বখতিয়ার আহমেদ শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এবার তিনি পেয়েছেন ৫ হাজার ৫৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির গোলাম আলমগীর পেয়েছেন ৪ হাজার ২৮২ ভোট। ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল অনুযায়ী এ তথ্য জানা যায়।

বখতিয়ার আহমেদ ১৯৭৭ সালে প্রথম চেয়াম্যান নির্বাচিত হন। এরপর তিনি ১৯৯৮ সাল পর্যন্ত টানা পাঁচবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৮ ও ২০১১ এর নির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম আমলগীরের কাছে পরাজিত হলেও মাঝে ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে তিনি তার চেয়ার ধরে রেখেছেন।

এ বিষয়ে ৪নং নুরনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বখতিয়ার আহমেদ বলেন, আমি দল মতের ঊর্ধ্বে গিয়ে মানুষের জন্য কাজ করি। সেজন্য মানুষ আমাকে ভোট দেয়। আর আগে ৭ বার মানুষ আমাকে নির্বাচিত করেছে। বিএনপি সরকারের আমলেও আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। বিভিন্ন সময় বিভিন্ন প্রতীক নিয়ে আমি নির্বাচন করেছি। আমার এলাকার ভোটারা আমার কাজ দেখে ভোট দিয়েছেন। পূর্বে যেভাবে মানুষের সঙ্গে কাজ করেছি আগামীতেও মানুষের জন্য সেভাবে করে যেতে চাই।

আহসানুর রহমান রাজীব/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।