জামিনে বেরিয়ে চুরি, ফের কারাগারে যুবক
ফেনীতে চুরির মামলায় জামিনে মুক্তির পাঁচ দিনের মাথায় ফের চোরাই মালামালসহ পুলিশের হাতে গ্রেফতার হলেন নাসির উদ্দীন মুন্সি (৩৫) নামে এক যুবক।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার নাসির ফেনী পৌরসভার রেলওয়ে কলোনির বাসিন্দা ওবায়দুল হকের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন থ্রি এফ হার্ডওয়্যার ট্রেডিং থেকে বিভিন্ন সামগ্রী চুরি করে পালানোর সময় টহল পুলিশের হাতে আটক হন নাসির। পরে এ ঘটনায় দোকান মালিক শাখাওয়াত হোসেন বাদী হয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় মামলা করেন। শুক্রবার পুলিশ নাসিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
ফেনী জেলা পুলিশের মিডিয়া বিভাগের পরিদর্শক হাসান ইমাম জাগো নিউজকে বলেন, গ্রেফতার নাসির চুরির মামলায় দীর্ঘদিন কারাভোগের পর পাঁচদিন আগে জামিনে মুক্তি পায়। কিন্তু মুক্তির পরপরই সে আবারও চুরি শুরু করে।
নুর উল্লাহ কায়সার/এসজে/এএসএম