ভোটে জিতে প্রয়াত ৭ ইউপি চেয়ারম্যানের কবর জিয়ারত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:২৯ পিএম, ০১ জানুয়ারি ২০২২

জনসেবার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার ইচ্ছা ছিল আনোয়ার হোসেন চৌধুরীর। বিগত তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও অবশেষে চতুর্থবারের মাথায় চেয়ারম্যান পদে জয়লাভ করছেন। গত ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে জয়লাভ করার পর ইউনিয়নের প্রয়াত ৭ চেয়ারম্যানের কবর জিয়ারত করেছেন তিনি।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে কবর জিয়ারতে যান।

প্রয়াত সাবেক চেয়ারম্যানরা হলেন, মরহুম নান্নু মিয়া চৌধুরী, মরহুম আসম উদ্দিন, মরহুম আব্দুল বাছির, মরহুম আক্তার হোসেন, মরহুম মনা মিয়া চৌধুরী, মরহুম আব্দুর রহমান (রহম আলী) ও মরহুম মিজান ভূইয়া।

কবর জিয়ারত শেষে বাদ আসর চম্পকনগর বাজারে প্রয়াত চেয়ারম্যানদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমার ইউনিয়নে সাড়ে ১১ হাজার ভোট আছে। আমি মনে করি ইউনিয়নের সব ভোটারের ভোটে জয়লাভ করেছি।

তিনি বলেন, বিগত নির্বাচনগুলোতে আমি সামান্য ভোটে পরাজিত হই। এবারের নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও গণমানুষের নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির প্রচেষ্টায় সুষ্ঠু হয়েছে। তাই আমি নির্বাচিত হতে পেরেছি। আমি চাই ইউনিয়নের সবাইকে নিয়ে একটি সুন্দর ইউনিয়ন পরিষদ গঠন করতে। আপনারা আমাকে সহযোগিতার হাত বাড়িতে দিবেন।

আবুল হাসনাত/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।