‘যুগের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো হচ্ছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:৩১ এএম, ০৩ জানুয়ারি ২০২২
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছে সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়াতে হবে। প্রশিক্ষণে আমাদের আরও মনোযোগী হতে হবে। সেনাবাহিনীকে যুগের সঙ্গে তাল মেলাতে যা করা দরকার, তা আমরা করছি। সক্ষমতা বাড়াতে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি চলমান একটি প্রক্রিয়া।’

রোববার (২ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের দিঘীরপাড়ে চার শতাধিক অসহায়, দুস্থদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসময় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রতিরক্ষামন্ত্রী। তিনি সেনাবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য যা যা করা দরকার, সবকিছুই করে যাচ্ছেন।’

jagonews24

তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বর অবস্থানে রয়েছে। যা থেকে স্পষ্ট বোঝা যায়, বাংলাদেশ সেনাবাহিনী কী ধরনের পারফরম্যান্স করছে।’

এর আগে সেনাবাহিনী প্রধান শাহবাজপুরের অসহায় মানুষদের জন্য কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের অধীনে ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্স পরিচালিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কার্যক্রমের খোঁজ-খবর নেন। এসময় সেনাপ্রধান জানান, এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

চিকিৎসাসেবা বিষয়ে কুমিল্লা সেনানিবাস ৩৩ পদাতিক ডিভিশনের অধীনে পরিচালিত ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্স টিমের চিকিৎসক লে. কর্নেল জেসমিন জানান, শীতকালে গ্রামের বয়স্ক মানুষ নানান রোগে আক্রান্ত হন। আমরা তাদের চিকিৎসাসেবা দিচ্ছি। জটিল রোগীদের জেলা ও উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

দুপুর ২টার দিকে সেনাবাহিনী প্রধান সরাইল উপজেলার শাহবাজপুর এসে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন।

আবুল হাসনাত মো. রাফি/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।