ফেনীর নির্বাচনী এলাকায় বহিরাগত দেখলেই আটকের নির্দেশ এসপির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২২
বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন

ফেনীতে নির্বাচনী এলাকায় বহিরাগত দেখলেই আটকের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরের দিকে ফেনী শহরের মিজান ময়দানে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের তিনি এ নির্দেশ দেন।

এ সময় এসপি আল মামুন বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে পুলিশ কাউকে ছাড় দেবে না।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা, থোয়াই অংপ্রু মারমা, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো জসীম উদ্দিন বলেন, ফেনী সদর উপজেলার ৬ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, তিন ওয়ার্ডে মেম্বার ও পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন। বাকি ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, ১২ ইউনিয়নে ১০৫টি সাধারণ ওয়ার্ডে ৪৫৬ জন মেম্বার প্রার্থী ও ৩১টি সংরক্ষিত ওয়ার্ডে ১০১ জন নারী মেম্বার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

jagonews24

উপজেলার ১২টি ইউনিয়নে ১০২টি কেন্দ্রের নির্ধারিত ৬৩২টি বুথে মোট ভোটার আছেন ২ লাখ ৫৩ হাজার ১৭ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ২১ হাজার ২৭৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৭৪০ জন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৮৫০ জন পুলিশ ও ২ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৪০ সদস্যদের বিজিবির দল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

নুর উল্লাহ কায়সার/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।