নোয়াখালীতে ভোটকেন্দ্রের পাশ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ীতে ভোটকেন্দ্রের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এলজি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় আমিশাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাচারগাঁ ভোটকেন্দ্র থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাচারগাঁ ভোটকেন্দ্রের পশ্চিম পাশে শহিদুল ইসলামের বাড়ি সংলগ্ন ঝোপের মধ্যে আগ্নেয়াস্ত্রটি পড়েছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণে কেন্দ্রগুলোতে কয়েকধাপের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
এর আগে সকাল ৮টা থেকে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১০ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
ইকবাল হোসেন মজনু/এএইচ/এমএস