ডিবি পরিচয়ে ছিনতাইকালে আটক দুই ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:০৬ পিএম, ০৬ জানুয়ারি ২০২২
আটক হওয়া দুই ভাই

সাতক্ষীরার কলারোয়ায় ডিবি পরিচয়ে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইকালে আপন দুই ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুই ভাই শাওন আহমেদ ও গোলাম রসুল যশোরের শার্শা উপজেলার বসতপুর ইউনিয়নের শেতা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

ছিনতাইয়ের শিকার শেখ মিন্টু হোসেন জানান, ব্যাংক থেকে টাকা তুলে দোকানে আসার পথে কয়েকজন আমার মোটরসাইকেল থামিয়ে ডিবি পরিচয় দিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে কয়েকজন পালিয়ে গেলেও দুজন আটক হয়। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন জানান, ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে আটক হওয়া দুই যুবক আপন ভাই। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে ৫ জানুয়ারি রাতে হেলাতলা ইউনিয়নে বিকাশ এজেন্ট ব্যবসায়ী বাবলুর রহমানের কাছ থেকে একইভাবে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে৷

আহসানুর রহমান রাজীব/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।