পুলিশের গাড়িতে ঢিল ছুড়ে কারাগারে যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:২৯ পিএম, ০৬ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের গাড়িতে ঢিল ছোড়ার অপরাধে মো. ইসমাইল হোসেন (৩৮) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (৫ জানুয়ারি) রাতে জিরতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে ১ নম্বর ওয়ার্ডের ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পুলিশ সদস্যরা ফেরার পথে এ ঘটনা ঘটে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোট শেষে ফেরার পথে পুলিশের গাড়িতে ঢিল ছোড়ার সময় ধাওয়া করে মো. ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইকবাল হোসেন মজনু/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।