‘সরকারি জমি’ বলে মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৭ জানুয়ারি ২০২২
দাফনের জন্য খোঁড়া কবর

সরকারি জমির অজুহাত তুলে সাতক্ষীরায় মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আনিসুর রহমান নামে ইউনিয়ন ভূমি অফিসের এক নায়েবের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার তালা ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে মরদেহটি অন্য একটি কবরস্থানে দাফন করা হয়।

ওই নায়েবের দাবি, ‘জায়গাটি সরকারি। সরকারি জায়গায় মরদেহ দাফন করতে দেওয়া যাবে না।’ তবে জমিটি ব্যক্তিমালিকানাধীন বলে দাবি করেছে মালিকপক্ষ।

জানা গেছে, মৃতের নাম জাহানারা বেগম (৬৫)। তিনি মাঝিয়াড়া বাজার মসজিদের মোয়াজ্জিন দুলাল সরদারের স্ত্রী।

তার মেয়ে ডলি আক্তার বলেন, সকালে স্ট্রোক করে মা মারা যান। আমাদের ঘরবাড়ি না থাকায় বিভিন্ন সময় রাস্তার ধারে বসবাস করেছি। কয়েক বছর আগে সামান্য একটু জমি কিনে নতুনভাবে বসবাস করছেন মা-বাবা। সেখানে মাকে দাফন করতে গেলে ভূমি অফিসের নায়েব এসে বাধা দিয়েছেন। তারা বলছেন জমিটি সরকারি, এখানে মরদেহ দাফন করা যাবে না। আমরা নিরুপায় হয়ে পড়েছি।

jagonews24

এ বিষয়ে অভিযুক্ত আনিসুর রহমান বলেন, তারা সরকারি কবরস্থানে মরদেহ দাফন করতে পারেন। ইউএনও স্যার আমাকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। জমিটা সরকারি হওয়ায় এখানে দাফন করা যাবে না।

তবে জমিটি ব্যক্তিমালিকানাধীন দাবি করে স্থানীয় বাসিন্দা সৈয়দ মছরু বলেন, সাতক্ষীরা আদালতের অবমুক্তির রায় সৈয়দ মঞ্জুরুল হুদা, ময়নুল হুদা ও মোমিনুল হুদার পক্ষে। তালা সেটেলমেন্ট জরিপেও জমিটার রায় তারা পেয়েছেন। সরকার কীভাবে জমির মালিকানা দাবি করছে আমি জানি না। একজন মুসলিম হিসেবে তিনি কীভাবে মরদেহ দাফনে বাধা দেন। আমরা জমির সব কাগজপত্র নায়েবের কাছে দিয়ে এসেছি।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েই ঘটনাস্থলে নায়েবকে পাঠানো হয়েছে। মরদেহ দাফনে বাধা সৃষ্টি করা কোনো উদ্দেশ্য নয়। তবে দাফনের আগে জমিটা ব্যক্তিমালিকানাধীন না সরকারি সেটি নিশ্চিত হতে হবে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।