বিজয়ী হওয়ার সংবাদে কেন্দ্রের মাঠেই মেম্বার প্রার্থীর নামাজ আদায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০৭ জানুয়ারি ২০২২
কেন্দ্রের মাঠে নামাজ পড়েন বিজয়ী মেম্বার

নোয়াখালীর চাটখিলে ভোটে জিতে কেন্দ্রের মাঠেই ‘শোকরানা নামাজ’ আদায় করেছেন ওহিদ উল্যাহ (ফুটবল) নামে এক মেম্বার প্রার্থী। ২৭ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার (৫ জানুয়ারি) বিকেলে মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিরহাট গ্রামের হাসর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, মেম্বার প্রার্থী ওহিদ উল্যাহ ভোটকেন্দ্রের মাঠে নামাজ আদায় করছেন। পাশে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা দাঁড়িয়ে আছেন।

ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফয়েজ আহমেদ ভাইরাল ভিডিওর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, ওহিদ উল্যাহ ফুটবল প্রতীকে ৮৮৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ প্রতীকে ৮৫১ ভোট পেয়েছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ৩৮ ভোটে জয়ী হয়ে ওহিদ উল্যাহ বিদ্যালয়ের মাঠেই নামাজ আদায় করেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ওহিদ উল্যাহ জাগো নিউজকে বলেন, ‘গত পাঁচ বছর জনপ্রতিনিধি হিসেবে জনগণের পাশে ছিলাম। ভোটে আবারও এলাকাবাসী আমাকে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জনগণের সেবা করার মানসিকতায় ভোটে দাঁড়িয়েছি। আল্লাহ আমার চাওয়া কবুল করেছেন। আমি তাই জয়ের খবর শুনে এক মিনিটও দেরি না করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাই।’

পঞ্চম ধাপে ৫ জানুয়ারি নোয়াখালীর চাটখিল উপজেলার ৮ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।