বাজারে গিয়ে ফেরেননি, সকালে মিললো পরাজিত মেম্বার প্রার্থীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৯ জানুয়ারি ২০২২
মো. জহিরুল ইসলামের নির্বাচনী পোস্টার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তালা মার্কার পরাজিত মেম্বার প্রার্থী মো. জহিরুল ইসলামের (৫৬) মরহেদ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ জানুয়ারি) সকালে চানগাঁও গ্রামের আরিফুর রহমানের বাড়ির দক্ষিণ পাশে প্রজেক্ট থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত জহিরুল চানগাঁও গ্রামের বাসিন্দা।

পরিবারের লোকজন জানান, জহিরুল ইসলাম শনিবার বিকেলে স্থানীয় বজরা বাজারে গিয়ে আর ফিরে আসেননি। তিনি ওই বাজারে একটি চা-কফির দোকানও করতেন। সকালে প্রজেক্টের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তিন সন্তানের জনক জহিরুল ইসলামের স্ত্রী এখন সন্তান সম্ভবা।

স্থানীয়ভাবে জানা গেছে, ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হয়ে অল্প ভোটের ব্যবধানে হেরে যান জহিরুল। তিনি এলাকায় ছোটবড় সবার ‘বন্ধু’ নামে পরিচিত। প্রকাশ্যে তার কোনো শত্রু ছিল না। জহিরুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল জাগো নিউজকে বলেন, ভাসমান মরদেহের সঙ্গে ইনহেলার, মানিব্যাগ, একটি নরমাল মোবাইল ফোন ও হাতে শপিং ব্যাগে বাজার থেকে কেনা ফল পাওয়া গেছে। উনার হাতের স্মার্ট মোবাইল ফোনটি পাওয়া যায়নি। তবে তিনি দীর্ঘদিন শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন বলে জানা গেছে। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।