হাতিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৯ জানুয়ারি ২০২২
নিহত মো. সম্পদ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সম্পদ (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) রাতে নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সম্পদ ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলাউদ্দিনের একমাত্র ছেলে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় তার আরও দুই বন্ধু আহত হয়।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এ সময় চালক মো. সম্পদ গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।