আগে উপোস থাকতে হতো, এখন ৩ বেলা ভাত খেতে পারি: পরিকল্পনামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৯ জানুয়ারি ২০২২
এক শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ ও চেক তুলে দিচ্ছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। তাকে হত্যা করতে পারলে দেশ শোষকদের হাতে চলে যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

পরিকল্পনা মন্ত্রী বলেন, শিক্ষায় আমরা এখনো পিছিয়ে। আমাদের সাক্ষরতার হার ৭৫ শতাংশ। এর মধ্যে ২০ শতাংশ নাম লিখতে পারেন।

তিনি বলেন, বাংলাদেশ সাধারণ দেশ নয়। কম দেশই আছে যে দেশের মানুষ জীবন দিয়েছেন। গত ১২ বছরে বাংলাদেশের বিশাল পরিবর্তন হয়েছে। আগে উপোস থাকতে হতো, এখন তিনবেলা ভাত খেতে পারি।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস ছাত্তার ভূঞা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ), ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে সরাইল-আশুগঞ্জ উপজেলার শীর্ষ ১৩টি প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রথম স্থান অর্জনকারী ৭৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।