শেরপুর জেলা হাসপাতালে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১২ জানুয়ারি ২০২২
আগুন লাগার খবরে হাসপাতালের নিচে নেমে আসেন রোগী ও তাদের স্বজনরা

শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জানুয়ারি) সকালে হাসপাতালের দোতলার রোগীদের ওয়াশরুম থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১১টার দিকে জেলা সদর হাসপাতালের নতুন ভবনের দোতলায় ধোঁয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতালের সামনে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

jagonews24

এদিকে আগুন লাগার খবরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ও ভর্তি রোগীদের অনেকেই আতঙ্কে দৌড়াদৌড়ি করে নিচে নেমে আসেন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক জানান, ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সম্ভবত হাসপাতালের দোতলায় ময়লা-আবর্জনার স্তূপে কেউ সিগারেট খেয়ে টুকরা ফেলেছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুন বিদ্যুতের তারের মাধ্যমে ছড়িয়ে গেলে বড় বিপদ হতে পারতো।

jagonews24

এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, ‘এটি বড় ধরনের আগুন না হলেও সাবধানতার জন্যই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছিল।’

ইমরান হাসান রাব্বী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।