চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি, আমের জন্য আশীর্বাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১২ জানুয়ারি ২০২২
বেলা ডুবতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ইনসেটে আমের মুকুল

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুরে বেলা ডুবতেই বৃষ্টি শুরু হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন পথচারীরা। বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বৃষ্টি শুরু হয়।

এদিকে, জেলার সামান্য কিছু আম গাছে মুকুল দেখা দিয়েছে। কিন্তু এ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মুকুলের ক্ষতি নিয়ে শঙ্কায় আছেন আম চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে, এ বৃষ্টি আমের মুকুলের ক্ষতি নয় বরং আশীর্বাদ।

শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া এলাকার এনামুল হক বলেন, আমি ছেলের জন্য বাজারে গিয়েছিলাম। সাড়ে ৫টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এতে আমার বাজার করা ব্যাহত হয়েছে ও এখন দাঁড়িয়ে আছি বাসায় যেতে পারছি না।

গোমস্তাপুর পৌর এলাকার রিকশাচালক শহীদ আলী বলেন, গত দুদিন ধরে সূর্যের দেখা পাইনি। এতে বেশি ঠান্ডা পড়েছে। সারাদিন রিকশাচালাতে অনেক কষ্ট হয়েছে। ফের বিকেল চারটার দিকে রিকশা নিয়ে অনেক কষ্টে রের হয়েছি। কিন্তু সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে।

ভোলাহাটের আনসারুল ইসলাম নামে এক আম ব্যবসায়ী বলেন, আমার বাগানের আমের মুকুল ফুটতে শুরু করেছে। এ বৃষ্টিতে ক্ষতি হয়ে যায় কি না তা নিয়ে সংশয়ে রয়েছি। আর শীতকালীন কিছু সবজি মাঠে আছে সেগুলোর তো ক্ষতি হলোই।

এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ বৃষ্টিতে আমের ক্ষতি নয় বরং আরও উপকার হলো। কারণ গত চার মাসে এ জেলায় বৃষ্টি হয়নি। আজ হচ্ছে। এতে আমের মুকুল যেগুলো ফুটছিল না, সেগুলো স্বয়ংসম্পূর্ণ ফুটবে।

সোহান মাহমুদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।