শত্রুরা এখনো আমাদের পিছু ছাড়েনি: আসাদুজ্জামান নূর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১২ জানুয়ারি ২০২২
ছাত্রলীগ নেতাকর্মীদের ক্রেস্ট দেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর

ছাত্রদের উদ্দেশ্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, সততা ও নিষ্ঠা নিয়ে আন্দোলন করেছিল ছাত্রসমাজ। সেই সূত্র ধরে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। ছাত্ররা যেমন পড়াশোনা করবে, মানুষ হবে, মানুষের পাশে থাকবে তেমনি আন্দোলন সংগ্রামেও ঝাঁপিয়ে পড়বে। কারণ শত্রুরা এখোনো আমাদের পিছু ছাড়েনি।

ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারী জেলা ছাত্রলীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, বর্তমান বাংলাদেশের যে বিশাল পরিবর্তন ঘটেছে তা মাত্র ১২ বছরে, যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের এ উন্নয়নে বিস্মিত। বঙ্গবন্ধুর কন্যার কাছে ম্যাজিক জানতে চান।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।