কান্নাকাটি করলেই জুতাপেটা করা হতো শিশু গৃহকর্মীকে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২২
থানায় কান্নায় ভেঙে পড়ে গৃহকর্মী শিশু

মায়ের জন্য কান্নাকাটি করলেই জুতাপেটা করা হতো গৃহকর্মী শিশুকে। ১৪ মাস পর রোববার (১৬ জানুয়ারি) মায়ের কোলে ফেরার পর পুলিশকে এ কথা জানায় ওই শিশু।

পুলিশ ও স্বজনরা জানান, স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো ওই শিশু। শিমরাইলকান্দি এলাকার খাদেম মিয়ার স্ত্রী রফিয়া বাসায় কাজের কথা বলে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের বাড়িতে নেওয়ার প্রস্তাব দেন। পাঁচ হাজার টাকা বেতনে তাকে কাজেও দেন পরিবার। ১৪ মাসে একবারও মেয়েকে না দেখে সিরাজুল ইসলামের বাড়িতে যান তার মা। কিন্তু মেয়েকে না দেখিয়ে উল্টো তার স্ত্রী পলি বেগম খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেন।

ওই শিশুর পরিবার পরে জানতে পারে তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সিরাজ ইসলামের স্ত্রীকে বিষয়টি জানালে তিনি ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। নিরূপায় হয়ে শুক্রবার ওই শিশুর বাব-মা থানায় অভিযোগ দেন। পরে সিরাজুল ইসলামের শ্যালিকা হ্যাপি আক্তার ও শ্যালক বিপ্লব থানায় মেয়েটিকে হস্তান্তর করে।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামের শ্যালিকা হ্যাপি আক্তার পুলিশকে জানান, ঢাকার গোড়ানে আমাদের ভাগনির বাসায় মেয়েটি ছিল। ভাগনি গর্ভবতী হওয়ায় তাকে সহযোগিতার জন্য মেয়েটি সঙ্গে রেখেছিলেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, শিশুর পরিবারের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। রোববার তাকে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগটি আমরা তদন্ত করছি।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।