জয়পুরহাটে শিশু হত্যায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২২
দণ্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম

জয়পুরহাটে চারমাস বয়সী একি শিশুকে হত্যায় জহুরুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন। মামলা থেকে দুজনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের তোফেল উদ্দিনের ছেলে। অপরদিকে খালাস প্রাপ্তরা হলেন- নিহত শিশুর চাচা জুলজালাল ও চাচি তোহুরা বেগম।

আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল মামলার বরাত দিয়ে জানান, ২০০৬ সালের ২২ জুলাই বিকালে জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আজিজার রহমানের চারমাস বয়সী কন্যা সুমাইয়াকে তার মা আছিয়া বেগম নিজ বাড়িতে দোলনায় রেখে পাশের মাঠে হাঁস খুঁজতে যান। এ সুযোগে পূর্ব শক্রতার জের ধরে আসামি জহুরুল ইসলাম বাড়ির পেছনে ডোবায় শিশু সুমাইয়াকে ফেলে রেখে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর ওইদিন সন্ধ্যায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনায় নিহতের মা আছিয়া বেগম প্রতিবেশী জহুরুল ইসলাম, দেবর জুলজালাল ও তার স্ত্রী তোহুরা বেগমের নাম উল্লেখ করে পরদিন মামলা করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ২২ মে উপ-পরিদর্শক খোকন আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

রাশেদুজ্জামান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।