হুইপ স্বপনসহ ৭ জনের স্মার্টফোন চুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২২
প্রতীকী ছবি

জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বাবা শরীফ উদ্দীন মন্ডলের জানাজায় সাতজনের স্মার্টফোন হাতিয়ে নিয়েছে চোর চক্র। চুরি হয়েছে খোদ হুইপ স্বপনেরই স্মার্টফোন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালের দিকে জয়পুরহাটের পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, জানাজার সময় কৌশলে হুইপ স্বপন, দিনাজপুরের হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলার কুসুম্বা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিহাদ মন্ডল, আস্থা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সবুজ মন্ডলসহ অন্তত সাতজনের স্মার্টফোন হাতিয়ে নেওয়া হয়।

jagonews24

আবু সাঈদ আল মাহমুদ স্বপনের বাবা শরীফ উদ্দীন মন্ডলের জানাজায় অংশ নেয় হাজারো জনতা/ছবি: জাগো নিউজ

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, হুইপ মহোদয়ের একটি মোবাইলসহ সাতজনের স্মার্টফোন হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। জানাজায় হাজার হাজার মানুষের ভিড়ে পুলিশের নিরাপত্তার মধ্যেই কৌশলে স্মার্টফোন হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। স্মার্টফোনগুলো উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ উদ্দীন মন্ডল (৮৭)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাঠে তার প্রথম নামাজে জানাজা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর নিজগ্রামে দ্বিতীয় নামাজে জানাজা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।