টিকা দিতে আসা ছাত্রীদের ইভটিজিং, প্রতিবাদ করায় হামলায় আহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২২
টিকা নিতে আসা ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা চালিয়েছে বহিরাগতরা

টাঙ্গাইলের ভূঞাপুরে করোনার টিকা নিতে আসা ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা চালিয়েছে বহিরাগতরা। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ হামলার ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সারাদেশের ন্যায় ভূঞাপুরেও শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হচ্ছে। উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়, টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়, তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়, জুংগীপুরের রুলীপাড়া উচ্চ বিদ্যালয়, ফকির মাইন উদ্দিন উচ্চ বিদ্যালয়, খন্দকার কুলসুম জামান উচ্চ বিদ্যালয়, ভদ্রশিমুল উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, আলহাজ হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপজেলা পরিষদ হলরুমে টিকা দেওয়া হয়। টিকা নিতে উপজেলা পরিষদ চত্বরে লাইনে দাঁড়ায় বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

লাইনে দাঁড়ানো ক্যান্টনমেন্টের ছাত্রীদের উত্ত্যক্ত করেন আনার খাঁ পাড়ার মর্তুজ আলীর ছেলে বোরহান (১৯) ও ছাব্বিশা গ্রামের শাকিব (১৮)। অন্যান্য শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেন। পরে ওই দুই বহিরাগত ফোনে অন্যদের ডেকে এনে শিক্ষার্থীর ওপর হামলা চালান।

হামলায় বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির পাঁচ শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় উপজেলা পরিষদ চত্বরে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল বলেন, বহিরাগত বোরহান ও শাকিব শিক্ষার্থীদের ওপর হামলা চালান বলে জানা গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষার্থীকে আহত অবস্থায় পেয়েছি। শাকিবের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনির সিদ্দিকী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইশরাত জাহান বলেন, টিকা নিতে লাইনে দাঁড়ানো নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে বিষয়টি সংশ্লিষ্টদের মাধ্যমে সমাধান করা হয়েছে। বহিরাগতদের সঙ্গে ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই।

উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল কাউয়ুম জানান, উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হয়েছে।

আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।