নিয়োগ পাওয়া সেনা সদস্যের পরিচয় তদন্তে যান ‘ভুয়া’ কর্মকর্তা

ভোলার দৌলতখানে প্রতারণার অভিযোগে কামরুল ইসলাম তানভীর (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আহম্মেদের হাট আলিম মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তানভীর লালমোহন উপজেলার রামগঞ্জ এলাকার বাসিন্দা।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জাগো নিউজকে বলেন, দুপুরের ওই এলাকার সদ্য বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া মো. নোমানের বাড়িতে গিয়ে নিজেকে সেনাবাহিনীর ওয়ারেন্ট কর্মকর্তা পরিচয় দিয়ে তদন্ত কাজে এসেছেন বলে জানান তানভীর। এরপর তার কথাবার্তায় সন্দেহ হলে পুলিশে খবর দেন নোমান। পরে খবর পেয়ে আমরা ওই যুবককে আটক করি। এ সময় তার কাছ থেকে আমরা সেনাবাহিনীর লোগোসহ কিছু কাগজপত্র, সেনাবাহিনীদের কাপড়ের একটি মানিব্যাগ এবং একটি ক্যাপ উদ্ধার করেছি।
আটক যুবকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
জুয়েল সাহা বিকাশ/এসজে/জিকেএস