ভোলায় ৫ মণ জাটকাসহ ৩২ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:১৮ এএম, ২০ জানুয়ারি ২০২২

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ করায় বিপুল পরিমাণ জাটকাসহ ৩২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় জেলেদের কাছ থেকে ২০০ কেজি অর্থাৎ ৫ মণ জাটকা জব্দ করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

দৌলতখান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসনাইন বুধবার রাতে জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা মৎস্য বিভাগ, নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও পুলিশ সদস্যসহ দৌলতখান উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৫ মণ জাটকাসহ ৩২ জেলেকে আটক করা হয়। পরে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩২ জেলেকে ৮০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে জাটকা ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

জুয়েল সাহা বিকাশ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।