রোহিঙ্গা শিবিরে ছুরিকাঘাতে যুবক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:০২ এএম, ২০ জানুয়ারি ২০২২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে ছুরিকাঘাতে মৌলভী মনির হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

বুধবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে জামতলী ক্যাম্প-১৫ এর এইচ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন।

তিনি বলেন, যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সঙ্গে মনির হোসেনের শত্রুতা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর জেরে ক্যাম্পের প্রতিবেশী কেফায়েত উল্লাহ গংরা মনিরকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমরা অভিযুক্তদের আটক করতে অভিযান চালাচ্ছি।

সায়ীদ আলমগীর/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।