ছেলের বিয়ের পর করোনা আক্রান্ত এমপি একরাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:১২ এএম, ২৩ জানুয়ারি ২০২২

ছেলের বিয়ের একদিন পর নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) রাতে সংসদ সদস্যের ছেলে সাবাব চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার (২১ জানুয়ারি) বাবার শারীরিক দুর্বলতা দেখা দিলে ওইদিন রাতেই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। শনিবার সকালে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

সাবাব আরও জানান, গত ১২ জানুয়ারি বাবা করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন। এরমধ্যেও তিনি করোনা আক্রান্ত হলেন। বর্তমানে তিনি ধানমন্ডির বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন। চিকিৎসক পরামর্শ দিলে বাবাকে হাসপাতালে ভর্তি করানো হবে।

এরআগে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ছেলে সাবাব চৌধুরীর বিয়ের ছবি প্রকাশ করেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর স্ত্রী ও কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি।

অন্যদিকে শুক্রবার (২১ জানুয়ারি) ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরীও তার ফেসবুকে বিয়ের ছবি দিয়ে লেখেন, ‘আসসালামু আলাইকুম, গতকাল (বৃহস্পতিবার) সীমিত পরিসরে পারিবারিকভাবে আমার আকদ্ সম্পন্ন হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিয়ের অনুষ্ঠান বড় পরিসরে করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।