হাতিয়ায় জব্দ ১৪০ মণ জাটকা গেলো এতিমখানায়

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় জব্দ ১৪০ মণ জাটকা স্থানীয় ২০ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর মৌলভীরচর এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা।
কোস্টগার্ডের হাতিয়ার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ইফতেখারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মেঘনা নদী থেকে দুটি ইঞ্জিনচালিত ট্রলারে থাকা ১৪ ঝুড়ি থেকে ১৪০ মণ জাটকা মাছ জব্দ করা হয়। পরে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ শাহজাহানের নির্দেশে মাছগুলো ২০ এতিমখানা বিতরণ করা হয়।’
তিনি আরও বলেন, ‘জব্দকৃত এসব জাটকা বিক্রির উদ্দেশ্যে ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ঘাট থেকে নদী পথে হাতিয়ার টাংকির ঘাট নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ীরা।’
হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস