‘যেকোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে আছে ভারত’

বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না
বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, ‘যেকোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে আছে ভারত। বাংলাদেশ-ভারতের সম্পর্ক রক্তের, যেন এক মায়ের দুই সন্তান।’
রোববার (২৩ জানুয়ারি) ভোলা সদর উপজেলার বাপ্তা শ্রী শ্রী করুণাময়ী কালীমাতার মন্দির (সর্বতীর্থ ধাম) পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু ভারত। ১৯৭১ সালে ভারত বন্ধুর মতো বাংলাদেশকে সহযোগিতা করেছে। করোনাকালেও এই সহযোগিতা অব্যাহত রেখেছে, ভবিষ্যতেও করবে।’
ভোলা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অবিনাশ নন্দীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, সদস্য সচিব ধ্রুব হাওলাদার প্রমুখ।
জুয়েল সাহা বিকাশ/এআরএ/জিকেএস