বাড়ির পাশে মিললো মাটিচাপা নবজাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

ভোলার বোরহানউদ্দিনে মাটিচাপা দেওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নবজাতকের বয়স একদিন বলে জানা গেছে।

বুধবার (২৬ জানুয়ারি) দিনগত গত ৪টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আল মামুন তথ‌্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি ) বড় মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কামাল হোসেন তালুকদারের বাড়ির পিছন থেকে মাটিচাপা অবস্থায় একদিন বয়সী এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন‌্য ভোলা সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।