টাঙ্গাইলে আরও ১৩৭ জনের করোনা পজিটিভ

আরিফ উর রহমান টগর আরিফ উর রহমান টগর
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৭ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে আরও ১৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪ দশমিক ৬২ শতাংশ।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘৩০৭ নমুনা পরীক্ষায় ১৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯১ জন, ঘাটাইলে ১২জন, কালিহাতীতে ২১ জন, নাগরপুরে ৬ জন, দেলদুয়ারে ৩ জন, বাসাইল, মির্জাপুর, গোপালপুর ও ধনবাড়ী উপজেলায় একজন করে শনাক্ত হয়েছেন।’

আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।