নীলফামারীতে কাপড় ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২২

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাজিপাড়ায় রিয়াজ উদ্দিন (৬৫) নামে এক কাপড় ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের শহীদ ডা. শামসুল হক সড়কের জামিল গার্মেন্টসের মালিক এবং ওই এলাকার মৃত কমর উদ্দিনের পুত্র।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে নিহতের তিনতলা বাসভবনের নিচতলার বেড রুম থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বড় ছেলে জামিল উদ্দিন জানান, প্রতিদিনের মতো বাবা-মা নিচতলায় আলাদা আলাদা রুমে ঘুমায়। আমরা চার ভাই উপরে থাকি। সকালে মা রুমে গিয়ে বাবাকে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখে খবর দেয়। বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।