মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৩৪ এএম, ২৯ জানুয়ারি ২০২২
ছবি প্রতীকী

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সেলিম (৪৬) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন। আসামি মো. সেলিম সোনাইমুড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া চৌধুরী বাড়ির মৃত হাজী রাজান আলীর ছেলে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে জানিয়েছেন, বাদীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মামলার বিবরণে জানা গেছে, বাদীর মেয়ে (৯) তাবিয়াতুল উম্মা মহিলা মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে আটটায় মাদরাসা থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে আসামি তাকে ধরে দোকানের পেছনে রান্নাঘরে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এদিকে শিশুটির বাড়ি ফিরতে দেরি দেখে তার বাবা তাকে খুঁজতে গিয়ে দোকানের পেছনে তার কান্নার আওয়াজ শুনে সেখানে গেলে আসামি পালিয়ে যায়। পরে ভিকটিম সব ঘটনা খুলে বলে।

ইকবাল হোসেন মজনু/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।