টাঙ্গাইলে টিউবওয়েলের পানি খেয়ে ১২ জন অসুস্থ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২২

টাঙ্গাইলের বাসাইলে টিউবওয়েলের পানি খেয়ে তিন পরিবারের ১২ জন অসুস্থ হয়েছেন। উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

অসুস্থ ব্যক্তিরা হলেন, জামাল উদ্দিন, তার স্ত্রী নুরিয়া বেগম ও জাহেদা বেগম, আলাল ফকির, তার ছেলে আরিফ মিয়া ও ছেলের স্ত্রী সুবর্না বেগম, আলালের মেয়ে সেলিনা বেগম, আনু মিয়া ও তার স্ত্রী নাজমা বেগম, শিউলী বেগম, রনি মিয়া ও তার স্ত্রী শিলা বেগম।

অসুস্থ পরিবারের অভিযোগ, চোর চক্রের সদস্যরা চুরির উদ্দেশ্যে টিউবওয়েলে নেশা জাতীয় দ্রব্য মিশিয়েছে।

অসুস্থ শিলা বেগম বলেন, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে টিউবওয়েলের পানি খাই। এর কিছু পর চারিদিকে অন্ধকার দেখতে শুরু করি। এরপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে আরও যারা টিউবওয়েলের পানি খেয়েছে সবারই একই অবস্থা। শুক্রবার সারাদিন আমরা সকলেই ঘুমিয়ে ছিলাম। এখনও সবাই অসুস্থ। আমরা ধারণা করছি চোর চক্র এমন কাজ করেছে।

শিউলী বেগম বলেন, টিউবওয়েলের পানি দিয়ে বানানো রুটি খেয়ে অসুস্থ হয়ে পড়ি। নিজেকে মাতাল মাতাল মনে হচ্ছে। সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছি।

jagonews24

অসুস্থ রনি মিয়া বলেন, শনিবার (২৯ জানুয়ারি) ভোরে চোর এসে আমার ঘরের টিন কাটছিলো। আমার এক আত্মীয় টের পাওয়ায় হৈ চৈ শুরু করে। পরে চোর পালিয়ে যায়। চোর চক্রটি টিউবওয়েলের পানিতে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে বাড়িতে চুরি করতে চেয়েছিলো।

হাবলা ইউনিয়নের সোনালিয়া দক্ষিণপাড়ার ইউপি সদস্য পলাশ মিয়া বলেন, ইতিপূর্বেও সোনালিয়া দক্ষিণপাড়ায় টিউবওয়েলের পানিতে নেশা মিশিয়ে একটি বাড়িতে চুরি হয়েছিলো। বৃহস্পতিবার সোনালিয়া দক্ষিণপাড়ায় একই ঘটনা ঘটেছে। তবে চুরি করতে পারেনি। এ ঘটনায় ১২ জন অসুস্থ হয়েছে বলে জানতে পেরেছি।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন বলেন, বিষয়টি জেনেছি। ওসিকে অবগত করা হয়েছে। তিনি প্রয়োজনীয় প্রদক্ষেপ নেবেন।

আরিফ উর রহমান টগর/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।