স্ত্রীর যৌতুক মামলায় কনস্টেবল কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৬:০১ পিএম, ৩০ জানুয়ারি ২০২২

শেরপুরে স্ত্রীর কাছে যৌতুক দাবির অভিযোগে করা মামলায় মো. শাহাদাত হোসেন লাবন (২৪) নামে পুলিশের এক কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল।

লাবন জামালপুর সদর উপজেলার পূর্ব ফুলবাড়িয়া গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালে কনস্টেবল মো. শাহাদাত হোসেন লাবন বিয়ে করেন। কিন্তু দাম্পত্য জীবনের কিছুদিন না যেতেই যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন লাবন। এক পর্যায়ে ২০২১ সালের ১৫ আগস্ট শ্বশুরবাড়ি গিয়ে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি।

এ ঘটনার পর একই বছরের ১৩ অক্টোবর শেরপুর আদালতে যৌতুক নিরোধ আইনে শাহাদাত হোসেনকে আসামি করে একটি নালিশি মামলা করেন স্ত্রী। ওই মামলায় জামিনে যাওয়ার পর মারধর করায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে লাবনের বিরুদ্ধে আরও একটি মামলা করেন স্ত্রী।

ইমরান হাসান রাব্বী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।