জয়পুরহাটে মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. নূর ইসলাম এ রায় ঘোষণা করেন। জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. মিন্টু (৩৫)। তিনি জয়পুরহাট পৌর এলাকার বুলুপাড়া মহল্লার আব্দুল কাদেরর ছেলে। আদালত একই সঙ্গে তার দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন। আসামী মো. মিন্টু পলাতক রয়েছেন।
মামলা সূত্র জানা গেছে, ২০১০ সালের ১৩ নভেম্বর জয়পুরহাট জেলা পরিষদের ডাক বাংলোর সামনে মিন্টু তার পরনের প্যান্টের পকেটে হেরোইন রেখে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা তার প্যান্টের ডান পকেট থেকে চার পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় তার বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কাজ শুরু করেন। দীর্ঘদিন শুনানির পর সোমবার (৩১ জানুয়ারি) এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
রাশেদুজ্জামান/এএইচ/এমএস