পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০২:৫৩ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২২
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় ১০ জন আহত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) রাতে মিরপুর বাজারে এই ঘটনা ঘটে। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের স্বজনরা জানান, সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পরাজিত হন ওই উপজেলার মিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী সায়েদুল ইসলাম। ভোটের পর তাকে ভোট না দেওয়ায় তার সমর্থকরা বানিয়াগাও গ্রামের জহুর আলী (৬০) ও তার পরিবারের লোকজনের ওপর হামলা চালায়।

এসময় মিরপুর বাজারে জহুর আলীর ভাতিজা সুজনের (২৫) দোকানেও হামলা চালানো হয়। এরপর গুরুতর আহত জহুর আলী, সুজন, রাজু আহমেদ ও সবুজকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বাহুবল থানার ডিউটি অফিসার ফোয়াদ আহমেদ জানান, তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তারা সেখানে গিয়ে কাউকে পাননি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

এখলাছুর রহমান খোকন/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।