ভোলায় পরিচ্ছন্নতাকর্মীর ইনজেকশন পুশ করার ছবি ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২
রোগীকে ইনজেকশন পুশ করছেন পরিচ্ছন্নতাকর্মী চন্দন

ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগে রোগীকে এক পরিচ্ছন্নতাকর্মীর (সুইপার) ইনজেকশন পুশ করার ছবি ভাইরাল হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে গোটা জেলায় তোলপাড় শুরু হয়।

ছবি সম্পর্কে স্থানীয় সংবাদকর্মী মো. শফিক খান জানান, গত ২২ জানুয়ারি (শনিবার) বেলা ১১টার দিকে ভোলা সদর হাসপাতালে একটি নিউজের তথ্য সংগ্রহ করতে যাই। তখন জরুরি বিভাগে একজন নারী রোগীকে ইনজেকশন পুশ করতে দেখি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) চন্দনকে। কিন্তু পোশাক দেখে মেলাতে পারিনি যে তিনি পরিচ্ছন্নতাকর্মী না চিকিৎসক। এরপর স্মার্ট ফোন দিয়ে একটি ছবি তুলে রাখি। বিষয়টি জানার জন্য হাসপাতালের কয়েকজনকে জিজ্ঞাস করলে তারা বিষয়টি এড়িয়ে যান।

bhola1

পরে রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর হাসপাতালে আরেকটি নিউজের তথ্য সংগ্রহ করতে গেলে তখন লুঙ্গি ও শার্ট পড়া ঝাড়ু হাতে চন্দনকে দেখতে পাই। ওই সময় তাকে সে দিনের ইনজেকশন পুশ করার কথা জিজ্ঞেস করলে তিনি সরে পড়েন।

এ বিষয়ে অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মী চন্দনকে খুঁজে পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলে সাংবাদিক পরিচয় পাওয়া পর ফোন কেটে দেন। এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. লোকমান হাকিম জাগো নিউজকে জানান, বিষয়টি জেনে চন্দনকে শোকজ করেছি। আগামী তিনদিনের মধ্যে তার কাছে জবাব চাওয়া হয়েছে। তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।