কামারখন্দ রেলওয়ে স্টেশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২
অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন ভ্রাম্যমাণ আদালত

সিরাজগঞ্জের কামারখন্দ জামতৈল রেলওয়ে স্টেশনে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে স্টেশন চত্বরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশির বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিম উদ্দিন।

jagonews24

তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে রেলওয়ের প্রতিটি স্টেশন ঢেলে সাজানোর জন্য জামতৈল স্টেশনের প্ল্যাটফর্মের ওপর ও রেললাইনের আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা ১০টি দোকান উচ্ছেদ করা হয়।

এসময় জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার প্রভাত কুমার দাসসহ আরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন।

রাকিবুল ইসলাম রুবেল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।