মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম

নীলফামারীতে বিপ্লব সাহা (৪৮) নামের এক মাদক সেবীর দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি শহরের শাহাপাড়া এলাকার নিতাই সাহার ছেলে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে বিপ্লবকে আটক করে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা শবনম।

এ বিষয়ে শাহিনা শবনম জানান, চিহ্নিত মাদক সেবী বিপ্লব সাহা। মাদক সেবনের পর পরিবারে অস্থিরতা তৈরি করতেন। মাদকের টাকার জন্য মাকে মারধর করতেন তিনি। মায়ের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার দুই বছর কারাদণ্ড প্রদান করা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিপ্লবকে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।