নির্বাচনে জেতায় দুধ দিয়ে চেয়ারম্যানের মাথা ধোয়ালেন গ্রামবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২২
চেয়ারম্যান মো. মোশারফ হোসেনের মাথায় দুধ ঢালছেন গ্রামবাসী

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোশারফ হোসেনের মাথা দুধ দিয়ে ধোয়ালেন গ্রামবাসী। এ সময় একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী, ৫নং ওয়ার্ড সদস্য মো. দেলোয়ার হোসেনের মাথাও দুধ দিয়ে ধোয়ানো হয়।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপরে তেওতা বাছেট যমুনা নদীর পাড়ে এ আয়োজন করা হয়। এ সময় উৎসুক মানুষের ভিড় জমে।

স্থানীয় সূত্র জানায়, ষষ্ঠ ধাপের নির্বাচনে (৩১ জানুয়ারি) হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মোশারফ হোসেন। বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে দেখা দেয় নানা নাটকীয়তা। মধ্যরাতে ঘোষিত বেসরকারি ফলাফলে ১৮৮ ভোটে বিজয়ী দেখানো হয় তাকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকার প্রার্থী।

তাই নির্বাচনে জয় পাওয়ায় শুক্রবার দুপুরে গ্রামবাসী চেয়ারম্যান ও দুই মেম্বারের মাথায় দুধ ঢেলে দেওয়ার পর তারা যমুনা নদীতে গোসল করেছেন।

স্থানীয় বাসিন্দা হুসাইন মোল্লা বলেন, আমাদের অঞ্চলে কেউ ভালো কিছু করলে দুধ দিয়ে তার মাথা ধোয়ানোর রেওয়াজ রয়েছে। দুধ যেহেতু পবিত্র এবং স্বচ্ছতা বহন করে। তাই একজন সৎ উচ্চশিক্ষিত ছেলে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গ্রামবাসী এই আয়োজন করেছেন।

এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, কর্মী-সমর্থক ও এলাকার মুরব্বিদের বিশেষ অনুরোধ রাখতে হয়েছে। সাধারণ লোকজন আমাকে যে ভালোবাসা দিয়েছে আমি সাধ্যমত তাদের পাশে থাকবো। জনগণকে দেওয়া ওয়াদা রক্ষা করবো ইনশাআল্লাহ।

বি.এম খোরশেদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।