দ্বিতীয়বার করোনায় আক্রান্ত বগুড়ার ডিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২
জেলা প্রশাসক জিয়াউল হক

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) জিয়াউল হক।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান সোহাগ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শরীরে জ্বর অনুভব করায় ২ ফেব্রুয়ারি (বুধবার) পরীক্ষার জন্য নমুনা দেন জেলা প্রশাসক। পরে ৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় তার রেজাল্ট পজিটিভ এসেছে। তবে করোনায় আক্রান্ত হলেও তিনি সুস্থ আছেন। বর্তমানে তিনি জেলা প্রশাসকের সরকারি বাসভবনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

এর আগে ২০২০ সালে ২ নভেম্বর তিনি প্রথম করোনায় আক্রান্ত হন।

এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।