ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

বগুড়ার আদমদীঘির রানীনগর বড়বড়িয়া এলাকায় ট্রেনের ধাক্কায় বাইজিদ হোসেন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইজিদ হোসেন নওগাঁর রানীনগর উপজেলার গুয়াতা উত্তরপাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বড়বড়িয়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন বাইজিদ হোসেন। এসময় হঠাৎ ঘটনাস্থলে একটি ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করান। রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, কোন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এ ঘটনায় এখনো কোনো মামলাও করা হয়নি।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।