‘মদ পান’ করে কার্যালয় ভাঙচুর-লুটপাট শ্রমিক নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২
ভাঙচুর-লুটপাটের পর আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়। শাজাহানপুর, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন সুজাবাদ রেনেটা/তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ ফিড মিল শাখা কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে শাজাহান আলী নামের এক শ্রমিক নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন সুজাবাদ রেনেটা/তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ ফিড মিল শাখার সভাপতি সাইদুল ইসলাম শাজাহানপুর থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন সুজাবাদ রেনেটা/তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ ফিড মিল শাখার সাবেক কাযনির্বাহী সদস্য শাজাহান আলী। বর্তমানে তিনি বেতগাড়ী বাইপাস শাখার সভাপতি। তার সঙ্গে চার বছর ধরে কমিটির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে শাজাহান আলী বাহিরাগত বিপ্লবসহ বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে তালা ভেঙে কার্যালয়ে ঢুকে মদ পান করেন। কার্যালয়ে ঢুকতে তিনি মিল শাখার উপদেষ্টা সাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ কামাল হোসেনকে প্রভাবিত করেন।

jagonews24

একপর্যায়ে কার্যালয়ের চেয়ার, টেবিল, ৩২ ইঞ্চি এলইডি টিভি, জানালার থাই গ্লাস, ক্যারমবোর্ড ভাঙচুর করেন। পরে ফাইল কেবিনেটের তালা ভেঙে গচ্ছিত ৫২ হাজার টাকা নিয়ে যান।

আজ বেলা ১১টার দিকে কার্যালয়ে এসে সাইদুল ইসলাম দেখতে পান উপদেষ্টা সাইফুল ইসলাম মদ পান করে অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে এখনো তার জ্ঞান ফিরে আসেনি।

jagonews24

এ ঘটনায় বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এবং শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে শ্রমিকনেতা শাজাহান আলীর সঙ্গে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।