বগুড়ায় ছাদের রেলিং ভেঙে গৃহকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:১৩ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

ছয়তলা ভবনের ছাদ থেকে রেলিং ভেঙে ওপরে পরে পারুল (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সোয় ৬টার দিকে বগুড়া শহরের বড়গোলায় এই ঘটনা ঘটে। পারুল ওই ভবনের একটি ফ্ল্যাটের গৃহকর্মী ছিলেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, ভবনটির ছাদের ওপর থেকে রেলিংয়ের অবশিষ্ট অংশও যেকোনো সময় ভেঙে পড়তে পারে। সেটি অপসারণ জরুরি।

মাহমুদ হোসেন পিন্টু নামে এক ব্যবসায়ীর মালিকানাধীন ভবনটির পাশ দিয়ে ওই নারী যাচ্ছিলেন। এসময় ছয়তলা থেকে ইটের প্রাচীর ভেঙে তার ওপর পড়ে। আহত অবস্থা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সংলগ্ন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর শামিম হোসেন জানান, হাসপাতালে ভর্তির পর পরই তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্ত করা হবে। কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।